হকের ঝান্ডা নিয়ে দারুল উলূম এগিয়ে যাচ্ছে ——–আল্লামা শায়খে লক্ষ্মীপুরী

52

কানাইঘাট থেকে সংবাদদাতা :
পূর্ব সিলেট এদারা বোর্ডের সভাপতি জামেয়া দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী বলেছেন, দেশের অন্যতম বৃহত্তর দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া দারুল উলূম ইসলামের সু-মহান আদর্শ মুসলিম উম্মার কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরীর প্রতিষ্ঠিত এ মাদ্রাসা হচ্ছে হক্কানী উলামাতৈরির কারখানা। সেই সু-মহান আদর্শকে ধারণ করে হকের ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে এ দ্বীনি প্রতিষ্ঠান। তিনি বলেন, নাস্তিক আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে, এ জন্য সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু তাকে গ্রেফতার করলে চলবে না, সে যে অপরাধ সে করেছে এজন্য ব্রাশফেমি আইন জাতীয় সংসদে পাস করে ধর্মদ্রোহী লতিফ সিদ্দিকীর মতো মুরতাদদের ফাঁসির লক্ষ্যে আইন পাস করতে হবে। আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী গতকাল বুধবার দারুল উলূম মাদ্রাসার বার্ষিক এনামী জলসায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে প্রধান অতিথির বয়ানে উপরোক্ত কথাগুলো বলেন। জামেয়ার সহকারী শিক্ষক মাওঃ ক্বারী হারুনূর রশিদ চতুলীর সার্বিক সঞ্চালনায় মাহফিলে বয়ান পেশ করেন, আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, আল্লামা ইয়াহইয়া আল মাহমুদ ঢাকা, আল্লামা মুফতি নুরুল হক জকিগঞ্জী, আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা শামসুদ্দিন দুর্লভপুরী, মাওঃ হাফিজ হারুনূর রশিদ উজানীপাড়ী, মাওঃ নুরুল ইসলাম এলএলবি, মাওঃ মুফতি ইউসুফ শ্যামপুরী, মাওঃ মুবশ্বির আলী, মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ শফিকুর রহমান দরবস্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, এলাকার প্রবীণ মুরব্বি আলহাজ্ব মাওঃ ইসমাইল আলী দুর্লভপুরী, সাংবাদিক এম.এ হান্নান, মাওঃ হিলাল আহমদ, মাশুক আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসার বার্ষিক প্রতিবেদন পেশ করেন, মুহতমিম সাহেবের পক্ষে মাওঃ শামসুদ্দিন দুর্লভপুরী। জামেয়ার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া উত্তীর্ণ প্রায় আটশত তালাবাদেরকে পুরস্কার প্রদান করা হয়।