জগন্নাথপুরে রাজ পরিবারের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে প্রতিপক্ষ

66

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে রাজা বিজয় সিংহ পরিবারের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে প্রতিপক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, দেশে রাজা প্রথা থাকাকালীন সময়ে সিলেট অঞ্চলের লাউড় রাজ্যের রাজা ছিলেন রাজা বিজয় সিংহ। কালের বিবর্তনে রাজা প্রথা বিলীন হয়ে যায়। কিন্তু আজও রাজার জমি সম্পত্তি ও উত্তরাধিকারগণ বেঁচে আছেন। রাজা বিজয় সিংহ ছিলেন জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি গ্রামের বাসিন্দা। জানা গেছে, বর্তমানে রাজা বিজয় সিংহ এর উত্তরাধিকারী হিসেবে প্রয়াত সমরেন্দ্র বিজয় চৌধুরীর ছেলে সুবীর বিজয় চৌধুরী রয়েছেন। সুবীর বিজয় চৌধুরী বর্তমানে তাঁর পরিবারের লোকজনদের নিয়ে অভাব-অনটনে পড়ে চরম কষ্টে জীবন-যাপন করছেন। বাসুদেব বাড়ি গ্রামে জে এল নং ৪১, দাগ নং ৫৭ ও ১০৪ খতিয়ানে সুবীর বিজয় চৌধুরীর ১০ শতক মৌরসী সম্পত্তি রয়েছে। এর মধ্যে ৭ শতক জমি ভিপি হলেও ৩ শতক জমি এসএ রেকর্ডের মালিক সুবীর বিজয় চৌধুরী। এই জায়গায় সুবীর বিজয় চৌধুরীর একটি টিন ঘর ছিল। কিন্তু গতকাল বুধবার সকালে একই গ্রামের কাজল বণিক স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় সুবীর বিজয় চৌধুরীর টিনসেড ঘরটি সম্পূর্ণভাবে ভেঙে নিয়ে যান। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজা বিজয় সিংহ এর উত্তরসূরী সুবীর বিজয় চৌধুরী জানান, এসএ রেকর্ডকৃত আমার মৌরশী সম্পত্তিতে নির্মিত ঘরটি জোরপূর্বক ভেঙে নিয়ে গেছে প্রতিপক্ষ কাজল বণিকের লোকজন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কাজল বণিকের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুবীর বিজয় চৌধুরীর ভাংচুরকৃত ঘরের মালামাল কাজল বণিকের বাড়ি থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।