বাংলাদেশ ব্যাংক নীল দলের মতবিনিময় সভা ॥ ব্যাংক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করছে নীল দল

25

সমাজে যারা উন্নয়নের জন্য কাজ করেন তাদের সাথে থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক নীল দল তেমনি ন্যায়, সত্য ও প্রগতিশীলতার চর্চায় ভূমিকা রাখে। পাশাপাশি ব্যাংক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণের জন্য অবদান রাখছে। ভবিষ্যতেও নীল দল ব্যাংক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলস ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নীল দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সোমবার রাতে নগরীর ধোপাদীঘিরপারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে নীল দলের সভাপতি কবীর আহমদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নীল দলের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্তের স্বাগত বক্তব্যে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নীল দলের কার্যকরী সভাপতি ও কাউন্সিল সভাপতি মো. মতিউর রহমান সরকার, নীল দলের যুগ্ম সাধারণ সম্পাদক রতেœশ^র ভট্টাচার্য্য, বাংলাদেশ ব্যাংক সিবিএ’র সভাপতি মো. মোফাখখারুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সিফাতুদ্দোজা মুহাম্মদ ছগিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত যুগ্মব্যবস্থাপক (ক্যাশ) মো. আতাউর রহমান, যুগ্ম পরিচালক সৈয়দ শোয়েবুর রহমান, যুগ্ম পরিচালক আব্দুর রহমান, যুগ্ম পরিচালক আব্দুল হাফিজ, উপব্যবস্থাপক বদরুদ্দোহা, উপ-পরিচালক সিতাংশু শেখর রায়, উপ-ব্যবস্থাপক সতীশ চন্দ্র দাস, সহকারী পরিচালক অমিত্র সূদন পাল, বায়না নাওমী, অফিসার জেনারেল) আবুল কালাম আজাদ, অফিসার (ক্যাশ) জুবেল আল মনসুর। মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক নীল দলের নবনির্বাচিত কাউন্সিলের নেতৃবৃন্দ এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। মতিবিনিময় সভার একেবারে শেষে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায় এবং মহাব্যবস্থাপক মাকসুদা বেগম উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক বিনয় ভূষণ দাশ, মো. শওকত আলী, যুগ্ম পরিচালক মো. শামসুদ্দিন, মো. মকসুদ হোসেইন, মো. সাফিউল আলম, চিত্ত রঞ্জন দস্তিদার, নির্মলেন্দু কিশোর দে, মো. আবুল হাসান, মো. আব্দুল গফফার, নির্মল কুমার দেব, উপপরিচালক মো. কুতুব আলী, সরোজ কুমার ভট্টাচার্য্য, মো. আব্দুল মতিন, যুগ্মব্যবস্থাপক (ক্যাশ) শরদ্বিন্দু পাল, মো. আতাউর রহমান, উপব্যবস্থাপক (ক্যাশ) মো. আব্দুল জলিল তাফাদার, গোপেশ চন্দ্র সূত্রধর, সিনিয়র কেয়ারটেকার মিয়া মো. আব্দুল মন্নান, মো. আব্দুস শফিক চৌধুরী, মো. নিজাম উদ্দিন, কাজী ফিরোজ, ফোরম্যান (টেকনিক্যাল) মো. হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি