সুশিক্ষা সমাজের সকল বৈষম্য দূর করতে পারে – বদরুল ইসলাম

39

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বাস্তবমুখী ও যুগোপযোগী শিক্ষা শুধু ব্যক্তির উন্নয়ন নয় সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখে। আমাদের প্রত্যেককে দেশের কল্যাণে নিবেদিত হওয়া উচিত। অভিভাবক ও শিক্ষকরাই পারেন নৈতিকতা এবং আসল দেশপ্রেমের চেতনা দিয়ে তাদের সন্তান ও শিক্ষার্থীদের গড়ে তুলতে।
গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকাল ১২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক রোকন উদ্দিন, সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী ফজলুর রহমান, আপ্তাব উদ্দিন, জোয়াইদ আলী, মাহতাব উদ্দিন, সাহাব উদ্দিন, আকবর আলী, ময়নুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি