প্রতিবন্ধী বিষয়ক অ্যাডভোকেসি কনফারেন্সে জেলা প্রশাসক ॥ প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে

40

CAPসিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে আমাদের সকলকে স্বত:স্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করলে তারা সম্পদে পরিণত হবে। দেশের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধীরা ব্যাপক অবদান রাখতে পারেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে আম্বরখানাস্থ একটি হোটেলে এনজিডিও, ব্লাস্ট ও এনসিডিডব্লিউ এর যৌথ উদ্যোগে ও ডি.আর.এফ এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ অনুসারে প্রণীতব্য ছায়া প্রতিবেদনের উপর জেলা অ্যাডভোকেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্লাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হযরত আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনসিডিডব্লিউ-এর সাধারণ সম্পাদক সাজেদা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাস্ট ঢাকার সিনিয়র রিসার্স অফিসার এডভোকেট রেজাউল করিম সিদ্দিকী।
দিনব্যাপী জেলা অ্যাডভোকেসি কনফারেন্সে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারী ইন্সপেক্টর স্নিগ্ধেন্দ সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমীরুল ইসলাম, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সিএসআইডির প্রকল্প সমন্বয়কারী খ, ম আবেদীন উল্লাহ, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল আজিজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুস শহীদ, এসএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই রিংকু রাণী দাশ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান সমসু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ভূঁইয়া, শাহজালাল রাগীব-রাবেয়া মূক-বধির ও প্রতিবন্ধী ইনস্টিটিউট-এর অধ্যক্ষ শামীমা নাসরিন, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা সুরাইয়া নাসরিন, সিলেট যুব একাডেমীর প্রকল্প সমন্বয়কারী নিশিকান্ত চন্দ্র, সাংবাদিক মির্জা সোহেল, সাংবাদিক মুহিবুর রহমান, সিলেট ডিফারেন্টেবোল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাসিব রাজা চৌধুরী, সুরমা অন্ধকল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল হক, নুরী বুটিক এন্ড টেইলার্সের প্রোপ্রাইটার নূর জাহান বেগম শিল্পী, গ্রীণ ডিজেবল্ড ফাউন্ডেশন সিলেটের সুপার ভাইজার রাশেদ খান, এডভোকেট শরীফা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি