যারা গুণীজনদের সম্মান দিতে জানে না তারা প্রকৃত মানুষ নয় – শফিকুর রহমান

12
৫ জন গুণী সংগীত শিল্পীকে ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের সাথে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

সিলেট বিভাগে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ৫জন গুণী সঙ্গীত শিল্পীদেরকে ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সিলেট নূপুর সঙ্গীতালয়ের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গুণীব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক ড. আর. কে. ধর এর সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের সহ সভাপতি এডভোকেট কামরুল হাসানের পরিচালনায় গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের গুণীজনদের আমাদের শ্রদ্ধা সম্মান দিতে হবে। যারা গুণীজনদের সম্মান দিতে জানে না তারা প্রকৃত মানুষ নয়। গুণীজনদের সম্মান প্রদর্শন করাই আমাদের কর্তব্য। গুণীজনদের সম্মান করলে গুণী শিল্পী সৃষ্টি হয়। শিল্পীরা এদেশে গান গেয়ে আমাদের বাংলাদেশের মান রেখেছে।
সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ লোক সঙ্গীত শিল্পী সুষমা দাস, প্রবীণ শিল্পী মুক্তিযোদ্ধা বিমলেন্দু রায়, প্রবীণ শিল্পী ওস্তাদ মধু খান, প্রবীন শিল্পী মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহমদ ও প্রবীণ শিল্পী আলম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কনা, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান, মানবাধিকার ব্যক্তিত্ব এমদাদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. শাহাব উদ্দিন আহমদ, বিশিষ্ট বাউল শিল্পী হেলাল খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, স্মৃতি পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী তুহিন আহমেদ। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি