হাউজিং এষ্টেট এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ ॥ সমাজের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান

6
হাউজিং এষ্টেট এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান ও করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট বৈশি^ক মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রবীণ মুরব্বী ও হাউজিং এষ্টেট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ একরামুল হকসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

হাউজিং এষ্টেট এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান ও করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট বৈশি^ক মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে প্রতিবেশী এলাকার অসহায় পরিবারের বাসা বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। মঙ্গলবার এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এলাকার প্রবীণ মুরব্বী ও হাউজিং এষ্টেট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ একরামুল হক। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় খাদ্য বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. এ.কে এম হাফিজ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী মাকুম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ওমর মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক-২ ডা. মাহবুব উল আলম সুমন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম ও নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু বকর। এ সময় বক্তারা বলেন, সমাজের দুস্থ ও অসহায় মানুষ আমাদের সমাজের অংশ তাদের কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন হাউজিং এষ্টেট এসোসিয়েশন প্রতি বছর রমজান মাসে খাদ্য বিতরণ করে থাকে কিন্ত এ বছর করোনাভাইরাস (কোভিড ১৯)-এর প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট বৈশি^ক মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের বাসা বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। এ সময় দেশে বিদেশে অবস্থান এসোসিয়েশনের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ একরামুল হক। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, আটা ও লবণ। অনুষ্ঠানে জানানো হয় এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদের পরে স্বাস্থ্য সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে অসুস্থদের চিকিৎসার জন্য এককালীন অনুদান প্রদান ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি