জগন্নাথপুরে জনতাকে সচেতন করতে ইউএনও ও এসিল্যান্ড মাঠে

13
জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসিল্যান্ডের মাইকিং।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে করোনা ভাইরাস আতঙ্কে শঙ্কিত হয়ে পড়েছেন প্রশাসন সহ সাধারণ মানুষ। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার জন্য ২৪ মার্চ মঙ্গলবার থেকে বেলা ১ টার মধ্যে জগন্নাথপুর সদর বাজার সহ উপজেলার সকল হাট-বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেন উপজেলা প্রশাসন। তবে বেলা ১ টার মধ্যে জগন্নাথপুর সদর বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ করা হলেও কিছু দোকানপাট খোলা ছিল। এ সময় দোকানপাট বন্ধ করতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে কিছু দোকান খোলা থাকায় ও বাজারে আসা উৎসুক জনতার ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি হাতে নিয়ে জনতাকে ধাওয়া করেন ইউএনও। এ সময় জনতা দৌড়ে পালিয়ে যান।
এদিকে জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনতাকে আরো সচেতন করতে মাইকিং করেছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ ইয়াসির আরাফাত। ২৪ মার্চ মঙ্গলবার উপজেলার রাণীগঞ্জ বাজারে হ্যান্ড মাইকিং করে এসিল্যান্ড ইয়াসির আরাফাত সাধারণ জনতাকে আরো সচেতন হওয়ার জন্য এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।