কোম্পানীগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মদ জব্দ

21

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে ৬৮৪ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তন্মধ্যে ভারতীয় অফিসার্স চয়েস মদ ৬৬৪ বোতল ও বিয়ার ২০ বোতল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (সোমবার দিবাগত রাত) আড়াইটার দিকে এই মদের বোতলগুলো জব্দ করা হয়।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির হাবিলদার মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৫৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরটুক গ্রামের মধ্যে থেকে মালিকবিহীন ৬৬৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ২০ বোতল বিয়ার জব্দ করে। জব্দকৃত মদের মূল্য ১০ লক্ষ এক হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।