সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে বক্তারা ॥ শিক্ষক শফিউল এর উপর হামলাকারী সন্ত্রাসীরা যেই দলেরই হোক, তাদের দ্রুত গ্রেফতার করুন

64

DSC_0755 copyরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল দুপুর ১২টায় ক্যাম্পাসে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল বাসেত এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আবু সাঈদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (ভি.সি) ড. মোঃ গোলাম শাহি আলম। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম আরো বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি ও ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. শামীম মোল্লা, সেক্রেটারী ছাত্রলীগ ড. ঋতৃক দেব অপু, কর্মচারী পরিষদের সভাপতি সুরজ মিয়া। উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নিদের্শনা পরিচালক প্রফেসর ড. মোঃ  আনেয়ার হোসেন, প্রক্টর প্রফেসর মিটু চৌধুরী, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সেক্রেটারি ড. এটি এম মাহবুব-ই-ইলাহী এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষাথীরা ও রেজিস্টার মোঃ বদরুল ইসলাম শোয়েব প্রমুখ। বিজ্ঞপ্তি