সৌমেন কুমার
আমার স্বপ্ন গুলো বিনাশ
ভুল হয়েছে অংক,
আজ আমি এক জীবন্ত লাশ
হায় সুখের পালঙ্ক।
কর্মহীন জীবন রজনী
নাই ফাস্ট ক্লাসের বড়াই,
অসহ্য আজ এই ধরণী
ভুল ঘর্মাক্ত লড়াই।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র
দেখে ঘোর অন্ধকার,
হও এনজিও ক্রেডিট অফিসার
না হয় কোম্পানী এস আর
বাংলা মায়ের মেধাবী সন্তান
ঘোরে যদি পথে,
দেশের মেরুদণ্ড ভাঙবেই
ফিরবে না জয়রথে।