কালিঘাটে ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

36

স্টাফ রিপোর্টার :
নগরীর কালিঘাট থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখলা গ্রামের বাদশা মিয়ার পুত্র আবুল কালাম ওরফে জামাল (২৭) ও হবিগঞ্জের নবীগঞ্জ থানার জিয়াদীপুর গ্রামের আফতাব উদ্দিনের পুত্র মোঃ শুভ (১৯)। বর্তমানে তারা নগরীর কালিঘাট মোশাহিদ ম্যানশনের মামুন চৌধুরীর বাসার ২য় তলার ৯ নম্বর রুমের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালিঘাট মোশাহিদ ম্যানশনের মামুন চৌধুরীর বাসার ২য় তলার ৯ নম্বর রুমে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আবুল কালাম ওরফে জামাল ও মোঃ শুভকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৮শ’ টাকা দামের ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই (নিঃ) খোরশেদ আলম বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১২ (১২-১১-১৪)।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই (নিঃ) খোরশেদ আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা জকিগঞ্জ সীমান্ত হতে সিলেট শহরে বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট ফেনসিডিলগুলো বিক্রয়ের জন্য নিয়ে আসছিল।