লালদীঘিরপারে নতুন হকার্স মার্কেটের সাঁটার চুরির দায়ে ৩ চোর গ্রেফতার

37

স্টাফ রিপোর্টার :
নগরীর লালদীঘিরপারের নতুন হকার্স মার্কেটের পরিত্যক্ত দোকানের ৮০টি সাঁটার চুরির ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জ বাইপাস বড়শার মৃত আব্দুল মনাফের পুত্র বর্তমানে লালদীঘিরপারের নতুন মার্কেট এলাকার বাসিন্দা মোঃ বিল্লাল মিয়া (৩৫), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার গুনগুনিয়া বেতাতী গ্রামের মনাফ সওদাগরের পুত্র বর্তমানে কুমারগাঁও শেখপাড়ার আলী আহমদের ভাড়াটে সাইফ উদ্দিন (২৫) এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার গহিরা গ্রামের নুরুল হকের পুত্র বর্তমানে নগরীর ছড়াপারের সুগন্ধার বাসিন্দা মোঃ হাসেম (২৬)। গতকাল পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মুনিমর মালিকানাধীন লালদীঘিরপারস্থ নতুন হকার্স মার্কেটে গত ৭ নভেম্বর রাত সাড়ে ১২ টার পর যেকোন সময় চোর চক্ররা তার দোকনের ৮০টি সাঁটার চুরি করে নিয়ে যায়। যার দাম ১ লাখ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মুনিম বাদি হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। নং- ১৩ (১২-১১-১৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী সাবু, শামীম ও শামসুল ইসলাম ওরফে ডিস্কু শামসুল উক্ত চুরির সাথে জড়িত মর্মে তারা জানায়।