ঈদ মোবারক

35

সৌমেন দেবনাথ

আজকে ঈদ আজকে খুশির দিন
আকাশে ওড়ে বক,
দাঁত ঝকঝক পোশাকে চমক
সবাইকে ঈদ মোবারক !

ঈদের দিনে নতুন বেশে
মনটা সাজে রঙিন,
হাসি মুখে খুশির জোয়ার
খোলা দুয়ার দক্ষিণ !

শিশুদের মুখে হাসির ঝলক
পড়ে না চোখের পলক,
মায়ের আচল ধরে বকবক
সবাইকে ঈদ মোবারক !

বাড়ি বাড়ি ঘুরে ঘুরে
ভালো মন্দ নেয় খোঁজ,
হিংসা বিদ্বেষ ক্রোধ যায় ভুলে
মনে ফোটে সরোজ !

ছোট্ট বাচ্চা খেলে খেলা
আনন্দ তার অশেষ,
খেতে বসে কাড়াকাড়ি
খাওয়া তো হয় জম্পেশ !

ওড়ে মাথার ফুরফুরে অলোক
ঈদে আকুল ভূলোক,
হাসির তালে নড়ে নোলক
সবাইকে ঈদ মোবারক !

শত শত শিশু- পার্কে
সবাই আত্মভোলা,
বাঘ দেখে সাপ দেখে চোখ বুজে
চড়ে নাগরদোলা !

খাওয়া দাওয়ায় পড়বে ধূম
হরেক রকম গোস্ত,
গোঁফ নেড়ে খাবো আর খাবো
স্বাদ যে পাবো মস্ত !

বস্তীবাসী, পথশিশু
ওদেরও নেবো খোঁজ,
ঈদের দিনে সবাই যেন
পায় খেতে ভূরিভোজ !

এ চ্যানেল সে চ্যানেল দেখে
দেখে
কাটে ঈদক্ষণ,
আনন্দকে কামড় দেয় যে
মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন !

গোস্ত খেতে ভারি মজা
ঈদে মনে দোলন,
খুশির এই আবহ যেন
থাকে গোটা জীবন !