জকিগঞ্জে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে এমপি সেলিম উদ্দিন ॥ তৃণমূল মানুষের সেবক হয়ে কাজ করতে চাই

40

zakigonj(sylhet)pic 07.11.jpg.1জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
উপজেলার জকিগঞ্জ ইউপির মানিকপুর, শরিষা, শস্যেকুড়ি, ছবড়িয়া গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, আমি জকিগঞ্জ কানাইঘাটের সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙ্গন, বিদ্যুৎ সংযোগসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেতে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে কুশিয়ারা-সুরমার (জকিগঞ্জ অংশ) নদী ভাঙ্গন রোধে ২৫ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। প্রায় ২ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে জকিগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। আমি জকিগঞ্জ-কানাইঘাটের তৃণমূল মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। গতকাল শুক্রবার সকাল ১১টায় মানিকপুর, শরিষা, শস্যেকুড়ি, ছবড়িয়া গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে শষ্যেকুড়ি গ্রামের সমাজসেবী আব্দুল আজিজের বাড়ীতে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাজসেবী আব্দুল আজিজের সভাপতিত্বে ও মাওলানা আফতাব আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর জাপার সভাপতি আব্দুল মালেক ফারুক, সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাংবাদিক এম.এ হান্নান, জকিগঞ্জ পল্লী ¬বিদ্যুতের ডিজিএম সুজিৎ কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগ যুগ্ম আহবায়ক এমএজি বাবর, জেলা জাপার অর্থ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, জেলা যুব সংহতির সদস্য সচিব মরতুজা আহমদ চৌধুরী, জেলা জাপা নেতা এডভোকেট আব্দুর রহিম, ঠিকাদার নজমুল হুদা তাফাদার, উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক শাহ আলম, উপজেলা ছাত্র সমাজ আহবায়ক রুহুল আমিন, পৌর ছাত্র সমাজ আহবাক শাহারিয়ার রহমান অমিত প্রমুখ। বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানের আগে এমপি সেলিম উদ্দিন শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজের ফলক উন্মোচন করেন।