জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জিতল টাইগাররা

35

910b8100feb697f5a80bd9757a8bf4bc-s_42802স্পোর্টস ডেস্ক :
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দেয়াল হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। অর্ধশতক তুলে নিয়ে সেই ইঙ্গিতটাকে রীতিমতো চোখ রাঙানিতে পরিণত করছিলেন। ইতিহাসের শিখরে ওঠা সাকিবের হঠাৎ লাফিয়ে ওঠা এক ডেলিভারিতে শটে ক্যাচ দিয়ে ফিরতে বাধ্য হন তিনি। মাসাকাদজার বিদায়ের পর আর দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। সাকিব-তাইজুল-জুবায়েরদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ম্যাচ হেরে যায় ১৬২ রানের বিশাল ব্যবধানে। সাকিব নিয়েছেন ১০ উইকেট।
এর আগে শেষ দিনের সকালে ২৪৮ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে অতিথিরা পিছিয়ে ছিল ৬৫ রানে। সেই হিসেবে তাদের জিততে হলে করতে হত ৩১৪ রান।
বল করতে নেমে অতিথি শিবিরে প্রথম আঘাত করেন তাইজুল ইসলাম। এরপর সিকান্দার রাজাকে শর্ট লেগে মুমিনুলের ক্যাচে পরিণত করেন সাকিব। সেই থেকে শুরু। তারপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ উইকেটসহ শতক হাঁকানো সাকিব।
জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় টেস্টে বাংলাদেশের দেখা হবে ১২ নভেম্বর চট্টগ্রামে।