আহবান ছড়িয়ে দিতে

23

নেছার আহমদ নেছার

হে প্রিয় সাথী তোমার পথ চলায়
তোমার প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করে দিতে চায় চিরতরে-
শোষক বেনিয়া স্বার্থান্বেষী মানুষের স্বার্থের ভূতটা।
প্রতিদিন জীবন চলার শত ঘটনার মাঝে
ওরা তোমাকে ধ্বংস করে দিতে চায়;
অসহ্য ওদের তোমার অস্তিত্ব, তোমার স্পর্শতা।
ওদের দুর্নীতির দ্বিচারণ ভূমি এটা
সাধু আর অসাধু ছলনা-চাতুরীর মাঝে
সৎ অসতের খেলা- ফন্দি ও ধান্দাবাজীর
উৎকট রহস্য।
সমাজ আত্মার প্রাণশক্তিটুকুও ওরা
কেড়ে নিতে চায় ওদের মুঠিতে
যেমন ইচ্ছে তেমনি ব্যবহারে অন্ধ অভিলাষ।
মানবতার সুকোমল অনুভব নেই
হৃদয়ের টানে হৃদয়ের মূল্য নেই,
স্বার্থের টানে তুচ্ছ মানব সত্ত্বা।
ও-রা হে সাথী তোমাকে দুনিয়া থেকে
সরিয়ে দিতে চায়- তাই তুমি সাবধান-
একটু সতর্কতা তোমার আজ বড় প্রয়োজন।
আজকাল বড় বেশী প্রয়োজন তোমাকে বেঁচে থাকা,
এ সমাজ বৃক্ষের মানবীয় শান্তির ছায়াতলে মাথা রেখে
মানবীয় জাগরণের আহবান ছড়িয়ে দিতে।