ইসলামী বিপ্লবের মাধ্যমেই শহীদদের রক্তের বদলা নেয়া হবে – ছাত্রশিবির

48

ছাতক থেকে সংবাদদাতা :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা উত্তর ও পৌর শাখার উদ্যোগে শহীদ আব্দুস সালাম আজাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা উত্তর শাখা সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর সভাপতি শাহীন কাওসার সানীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম ও সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড.সুফি আলম সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সভাপতি সাজ্জাদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উত্তর শাখা সেক্রেটারী সুজাউল কবির শামীম, পৌর সেক্রেটারী মোহাম্মদ আলী তারেক, ছাত্রনেতা আব্দুল হক, ছাতক ডিগ্রী কলেজ শাখা সেক্রেটারী ইসলাম উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের মেধাবী ছাত্রনেতা আব্দুস সালাম আজাদকে শহীদ করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা রুখা যায়নি। সময়ের ব্যবধানে গোবিন্দগঞ্জ কলেজ ক্যাম্পাস সহ ছাতকের ময়দান ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হয়েছে। ইসলামী বিপ্লবের মাধ্যমেই শহীদদের রক্তের বদলা নেয়া হবে। বিজ্ঞপ্তি