সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল হক (১৭৪ ভোট) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল (২৫০ ভোট) নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অপর প্রতিদ্ব›দ্বীরা হলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ (১৩৭ ভোট), অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস (৫৭ ভোট), অ্যাডভোকেট বদর উদ্দিন (১৬ ভোট)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির (১৩১ ভোট)। রবিবার সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আবুবকর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন (১৮৮ ভোট) নির্বাচিত হন। এ পদে প্রতিদ্ব›দ্বী ছিলেন অ্যাডভোকেট আবুল বাসার (১৭৬ ভোট)। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যুবায়ের আবেদীন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু তাহের মোহাম্মদ সারওয়ার তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় অ্যাডভোকেট মহসিন রেজা মানিক বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক পদে অ্যাডভোকেট আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য ৫টি পদের জন্য ৭ জন প্রতিদ্ব›িদ্ব ছিলেন। ১১ জানুয়ারী আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরন করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্ব›িদ্বতা হয়। এর মধ্যে অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির সর্বোচ্চ ভোট (৩২৭ ভোট) পেয়েছেন, অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার (৩০৯ ভোট), অ্যাডভোকেট জুলহাস মিয়া (২৭২ ভোট), অ্যাডভোকেট আফিজ মিয়া (২৫৪ ভোট), অ্যাডভোকেট রজত কান্তি সরকার (২৩৬ ভোট) নির্বাচিত হন। এ পদে অপর প্রতিদ্ব›দ্বী ছিলেন অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ।
নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ছৈইল মিয়া, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট জমির উদ্দিন।