৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ৩ টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে উক্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপ কমিটির কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে, পরিষদের ১ম যুগ্ম সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন সম্পাদক ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া।
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল মুহিম, সহ সভাপতি আব্দুল আলীম ভাসানী, সহ সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর ও সহ কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল।
প্রধান অতিথির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে পরিবহন শ্রমিকদের ন্যায্য ৮ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবী পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে সিলেটের পরিবহন শ্রমিকগণ ক্ষুব্ধ হচ্ছে। আগামী ১ ফেব্রæয়ারির মধ্যে আমাদের দাবী মেনে নেয়া না হলে ২ ফেব্রæয়ারি থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২ ফেব্রæয়ারির মধ্যে আমাদের ন্যায্য ৮ দফা দাবী মেনে নিতে হবে। অন্যথায় ২ ফেব্রæয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন।