কাজির বাজার ডেস্ক
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ তথ্যচিত্রের সঙ্গে জড়িত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি শেখ হাসিনার সাবেক বাসভবন গণভবন থেকে একটি দুমড়ানো-মোচড়ানো নথি উদ্ধার করেছে দ্য সানডে টাইমস।
দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রæয়ারিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা মানহানি মামলার বিশেষজ্ঞ ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেন। যুক্তরাজ্যের এই গণমাধ্যমের খবরে জানানো হয়, তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকায় ডেভিড বার্গম্যানকে বাংলাদেশে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ সরকার।
প্রতিবেদনে বলা হয়, গণভবনে পাওয়া দুমড়ানো-মোচড়ানো নথিতে দেখা যায়, বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে সম্মত হন প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন। পরে তাদেরকে একজন সলিসিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সলিসিটর ব্রিটিশ আদালতে মামলা শুরু করতে পারতেন। সাক্ষাতের পরের মাসে এই দুজন হাসিনা সরকারের সঙ্গে পরামর্শ করেন।
ওই বৈঠকের কয়েক দিন আগেই আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক তথ্যচিত্রটি প্রচার করেছিল। তাতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলেন, তিনি পুলিশ ও আধাসামরিক বাহিনীকে দিয়ে প্রতিদ্ব›দ্বীদের উঠিয়ে নিতে পারেন এবং ঘুষ নিয়েই কোটি কোটি টাকা আয় করতে পারেন। এই তথ্যচিত্র প্রচারের পরই জেনারেল আজিজ ও তার ভাইয়ের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ইউটিউবে প্রায় ১০ মিলিয়নবার দেখা ওই তথ্যচিত্রটি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়।
যাতে শেখ হাসিনার শাসনামলের দুর্নীতির প্রমাণ উঠে এসেছে। কিন্তু শেখ হাসিনার প্রশাসন ওই তথ্যচিত্রকে ‘মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করে।
তথ্যচিত্রটি প্রচারের পরপরই প্রতিবেদনের প্রধান হুইসেলবেøায়ার জুলকারনাইন সায়ের খানের ভাইকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ ডকুমেন্টারির সঙ্গে যুক্ত কয়েকজন ওই সময় দেশ ছাড়তেও বাধ্য হন।
ঢাকায় শেখ হাসিনার বাড়িতে পাওয়া নথি থেকে জানা যায়, ওই তথ্যচিত্রে সহায়তা করায় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেপ্তারের পরিকল্পনা করছিল তার সরকার।
এ বিষয়ে শেখ হাসিনা সরকারকে প্রাথমিক পরামর্শ দেওয়ার কথা সানডে টাইমসকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন। তবে পরে এ ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
সানডে টাইমস জানায়, শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত যুক্তরাজ্যে মামলা করার পরিকল্পনা থেকে সরে এসে প্রামাণ্যচিত্রটি সরিয়ে নিতে ইউটিউব ও ফেসবুককে চাপ দেওয়ার চেষ্টা করে। তবে উভয় প্ল্যাটফরম বাংলাদেশ সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে।