কাজির বাজার ডেস্ক
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার টুকেরবাজার পয়েন্টে অবস্থিত ওই অফিসের তালা খুলে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়।
জানা গেছে, রাতে অফিসের ভেতর ঢুকে অজ্ঞাত ব্যক্তিরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সেখানে থাকা জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসাইনের ছবি ভাঙচুর করে। এ সময় অফিসের চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসাইন। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম চেয়ারম্যান, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব আহমদসহ উপজেলা বিএনপির নেতারা। কামাল হোসাইন জানান, এটি বিএনপির অফিস নয়, তারা এমনিতেই বসতেন।