ছাতকে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ২

6

ছাতক প্রতিনিধি

ছাতকে জাতীয় নাগরিক কমিটির পরিচয় দিয়ে চাদাবাজি করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে দুজন গ্রেফতার করা হয়েছে। গত শুত্রæবার বিকালে উপজেলার নোয়ারাই ইউপির বেদপল্লী এলাকায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন চাদাবাজকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের মৃত শুকুর আলী ছেলে সোহেল আহমদ (৩০) ও উপজেলার সদর ইউনিয়নের বাউশা গ্রামের মৃত মফিজ আলীর পুত্র আনোয়ার হোসেন (৪০)।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক কমিটির নেতা পরিচয় দিয়ে চাদাবাজি করে আসছিলো তারা। শুক্রবার বেদে সম্প্রদায় এলাকায় চাদাবাজি করতে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী দুই চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু’আসামীদের রাতেই থানায় হস্তান্তর করেন যৌথবাহিনী। এঘটনায় থানার এসআই সোহেল রানা খন্দকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম গোলাম কিবরিয়া হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।