ইলিয়াছ হোসেন

3

এলো বৈশাখ :

জীর্ণদশা দূরে ঠেলে
বাংলায় এলো বৈশাখ,
শহর গাঁয়ে বসছে মেলা
বাজছে বাঁশি ঢাক।

হরেক রঙের নাগরদোলায়
চড়ছে শিশু কিশোর,
ভাসছে সবাই খুশির ভেলায়
মন হচ্ছে বিভোর।

প্রতি ঘরে করছে উল্লাস
পান্তা ইলিশ খেয়ে,
শিল্পকলায় চলছে উৎসব
বৈশাখের গান গেয়ে।

বণিকেরা পাওনা তুলতে
হালখাতায় ব্যস্ত,
দেনাদারে মিষ্টি খেয়ে
পরিশোধে ন্যস্ত।

গাঁয়ের চাষীর স্থূল আশা
ঘরে আসবে ধান,
বাঁচবে তারা সুখ শান্তিতে
মুখে থাকবে গান।

কালবৈশাখির হানা যেনো
বাংলায় না আসে,
প্রভুর কাছে এই মিনতি
করছি বৈশাখ মাসে।