কানাইঘাট সুরমা সেতুর পিলারে ধাক্কা খেয়ে ডুবে গেছে পাথর বোঝাই লঞ্চ

10

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সুরমা নদীর মোশাহিদ সেতুর পাকা বড় পিলার (কলম)’র সাথে ধাক্কা লেগে ৯ হাজার ফুট পাথর বোঝাই একটি বলগেট লঞ্চ ডুবে গেছে। জানা যায় গত বৃহস্পতিবার লোভাছড়া পাথর কোয়ারী থেকে একটি বলগেড লঞ্চ ৯ হাজার ফুট পাথর বহন করে সুরমা নদী পথে ঢাকায় যাওয়ার পথে পথি মধ্যে সন্ধ্যা ৬ টার দিকে বলগেডটি মোশাহিদ সেতুর পাকা পিলারের সাথে স্বজোরে ধাক্কা খায়। একপর্যায়ে পাথর বোঝাই বলগেডটি উল্টে গিয়ে ব্রীজের পাশে ডুবে যায়। অনেকে বলেছেন বলগেডর চালকের ভুলের কারনে এ দূর্ঘটনাটি ঘটেছে। এতে করে সেতুর মধ্যখানের পাকা বড় পিলারের বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে। বলগেডটি ডুবে যাওয়ার পর থেকে চালক পলাতক রয়েয়েছে এবং মালিককে শনাক্ত করা যায়নি এবং পাথর বোঝাই বলগেডটি উদ্ধার করাও সম্ভ হয়নি।