একটি হাসিমুখ সমাজে আলোর হাতছানি দিতে পারে

1

সমাজে অসংখ্য ঠোঁট ও তালুকাটা রোগী আছেন, যারা আর্থিক সমস্যার কারণে যথাযথভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানদেরকে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। আর্থিক সহযোগিতা পেলেই তাদের মুখে হাসি ফুটে উঠতে পারে। আর একটি হাসিমুখ সমাজে আলোর হাতছানি দিতে পারে।
মার্কিন বেসরকারি সংস্থা ‘রোাটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল’-এর উদ্যোগে বিনামুল্যে ঠোঁট কাটা, তালুকাটা এবং প্লাস্টিক সার্জারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘প্রতিবন্ধকতা পেরিয়ে বাঁধভাঙা হাসি’ ¯েøাগানকে ধারণ করে এই কার্যক্রমে আর্থিক সহায়তা করেছে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও সহযোগিতা করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ।
প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম সেক্রেটারি রোটারিয়ান হানিফ মোহাম্মদ এর পরিচালনায় ১০ দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, রোটাপ্লাস্ট মিশন ডাইরেক্টর রেন্ডাল ফ্লোয়েড, রোটাপ্লাস্ট মেডিকেল ডাইরেক্টর হোঠান ডানহসমেন্ড, সাবেক রোটারি ডিস্ট্রিক গভর্নর শহিদ আহমদ চৌধুরী ও লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি রোটারিয়ান আবুল মনসুর আহমদ, রোটারিয়ান আশরাফ আলী, রোটারিয়ান পিপি এম এ মালিক হুমায়ুন, প্রোগ্রাম ইলেক্ট্র সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটারিয়ান আইপিপি মনজুর আল বাসেত, রোটারিয়ান আক্তার আহমদ, রোটারিয়ান মাসুমা চৌধুরী রুমি, রোটারিয়ান সাদী উদ্দিন চৌধুরী, রোটারিয়ান জামিল আহমেদ চৌধুরী, রোটারিয়ান আবদুল ওয়াদুদ তাপাদার, শেভরন বাংলাদেশের ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, শেভরন বাংলাদেশের সিই এবং এসআই ম্যানেজার এ কে এম আরিফ আকতার, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এডভাইজার জে এম এইচ জে ফেরদৌস, কমিউনিটি এডভাইজার আলী আশরাদ চৌধুরী প্রমুখ।