সিকৃবিতে জলবায়ু পরিবর্তন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

2

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ডঙজকঝঐঙচ ঙঘ টঘউঊজঝঞঅঘউওঘএ ঈখওগঅঞঊ ঈঐঅঘএঊ অঘউ ঈখওগঅঞঊ ঋওঘঅঘঈঊ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবÑই ইলাহী। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সিকৃ্বরি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাভাবিক জীবন যাত্রা আজ হুমকির সন্মুখীন। কর্মশালায় প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা আবহাওয়ার বৈষিক সমস্যা সমাধানের জন্য নতুন নতুন ধারণা আদান প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার এ কেএম নুরুজ্জামান। দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।