৭ ডাকাতের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

3

স্টাফ রিপোর্টার

সিলেটের জকিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির দায়েরকৃত মামলায় ৭ ডাকাতের ৭ বছরের সশ্রম কারাদÐ ও ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। পাশাপাশি দÐপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদÐ দেওয়া হয়। সোমবার (১৩ জানুয়ারী) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় প্রদান করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।
দÐপ্রাপ্ত আসামীরা হচ্ছেন- সিলেটের জকিগঞ্জ থানার খাসিরচক গ্রামের মৃত শুককুর মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৩৫), একই থানার মাতার গ্রামের মৃত ফারুক আলী উরফে ফুরুক আলীর ছেলে সিপার আহমদ উরফে সিফার (৩০), খাসিরচক গ্রামের মৃত কামাল আহমদের ছেলে রুবেল আহমদ (২৮), একই গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে রামেল আহমদ (২০), জকিগঞ্জ থানার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে আব্দুল শহিদ (৩০), একই থানার খাসিরচক গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. শাহাব উদ্দিন (৫০) ও বারঠাকুরী গ্রামের মো. আব্দুল বারী উরফে বরই মিয়ার ছেলে মো. আছির উদ্দিন (৩০)। রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী আছির উদ্দিন (পলাতক) আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।
খালাসপ্রাপ্তরা হচ্ছেন- জকিগঞ্জ থানার চাঁনপুর (চারিগ্রাম) গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন উরফে সেলিম (৩৫), একই থানার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল মজিদ উরফে মজু মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৮) ও একই গ্রামের মৃত আব্দুল খালিক উরফে খালিকের ছেলে নজরুল ইসলাম উরফে নজমুল (৩৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জকিগঞ্জ থানার বারঠাকুরী গ্রামের দোবাই প্রবাসী আলহাজ্ব আব্দুল জব্বারের ছেলে হিফজুর রহমান ২০১৪ সালের ৬ জানুয়ারী রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা (দ্বি-তলা বাড়ি) নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়েন। ওইদিন রাত আড়াই টার দিকে হিফজুর রহমানের রুমের দরজা ভেঙ্গে ৬/৭ জনের শস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মী করে পরিবারের সদস্যদের ওড়না, শাড়ী ও গামছা দিয়ে হাত-মুখ বেঁধে বিছানার নিচ ও আলমীরা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসেটসহ ১১ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ৪/৫ জন ডাকাত বাড়ির নিচ তলায় প্রহরায় ছিলেন। এ ঘটনায় হিফজুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা ১০/১১ জনকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার নং- ৪ (০৭-০১-২০১৪)। জিআর ০৪/২০১৪ ও দায়রা মামলার নং- ৯৮৫/২০১৪।
দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৯ অক্টোবর জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন ১০ আসামীকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র নং- ১৩৯) দাখিল করেন এবং ২০১৫ সালের ১২ এপ্রিল চার্জগঠন (অভিযোগগঠন) করে আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন।
দীর্ঘ শুনানী ও ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী মো. বাবুল মিয়া, সিপার আহমদ উরফে সিফার, রুবেল আহমদ, রামেল আহমদ, আব্দুল শহিদ, মো. শাহাব উদ্দিন ও মো. আছির উদ্দিনকে দÐবিধির ৩৯৫ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদÐ ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদÐ প্রদান করেন। এবং আসামী ইসলাম উদ্দিন উরফে সেলিম, বাবুল মিয়া ও নজরুল ইসলাম উরফে নজমুল এর বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আল আসলাম মুমিন ও আসামীপক্ষে অ্যাডভোকেট মনোয়ার হোসেন, অ্যাডভোকেট আফজল হোসেন ও অ্যাডভোকেট অশেষ কর মামলাটি পরিচালনা করেন।