শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগাম বন্যা বা পাহাড়ি ঢলের হাত থেকে ফসল রক্ষার লক্ষ্যে পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খাসিয়ামারার ১৪ নাম্বার পিআইসির বাম তীরে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে, তবে অভিযোগ উঠেছে মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের, এনিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।
অবশেষে (১৩ জানুয়ারি) সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা (পাউবো) উপসহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, (পাউবো) উপসহকারী প্রকৌশলী রায়হান মিয়া ও মনিটরিং কমিটির সাংবাদিক প্রতিনিধি মামুন মুন্সিসহ উপকারভোগী স্থানীয় সাধারণ কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
এবং স্থানীয় কৃষক ১১৩ জনের গণহারে স্বাক্ষর করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা জানান ফসল রক্ষা বাঁধ পরিপূর্ণ ভাবেই নির্মাণ করা হচ্ছে।
বক্তারপুর গ্রামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান তিনি বলেন আমাদের এলাকায় ৭০ শতাংশ বালু মাটি তাই বাঁধ নির্মাণে কিছু বালু মাটি ব্যবহার করা হয়েছিল কিন্তু আজকে পাউবো কর্মকর্তার উপস্থিতিতে সেই বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। কৃষক শাহ আলম তিনি বলেন মাটি দিয়েই বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং এই মাটির চাইতে ভাল মাটি আর নাই বিগত দিনে এমন ভাল কাজ হয়নি।
দোয়ারাবাজার উপজেলা (পাউবো) কর্মকর্তা রায়হান ইসলাম কাজির বাজারকে বলেন বক্তারপুরে ১৪ নাম্বার পিআইসিতে বালু মিশ্রিত মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল অভিযোগ পেয়ে সেখানে গিয়ে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মান করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমার উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ সংস্করণ করা হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু কাজির বাজারকে বলেন আমরা অভিযোগ পেয়েছিলাম অভিযোগের বিত্তিতে সরেজমিনে গিয়ে পাউবো কর্মকর্তা, মনিটরিং বোর্ডের সদস্য ও উপকারভোগী কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
সিলেটে আসছেন সায়্যিদ আফফান মনসুরপুরী
সিলেটে আসছেন শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানি রহ. এর দৌহিত্র সায়্যিদ আফফান মনসুরপুরী। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেটের মেজরটিলাস্ত জামেয়া আয়শা সিদ্দিকা সিলেটের খতমে বুখারী ও বার্ষিক মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে আগমন করবেন।
জামেয়া আয়শা সিদ্দিকা সিলেটের শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জামেয়ার বার্ষিক মাহফিলে আফফান মনসুরপুরী ছাড়াও দেশের খ্যাতিমান বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
জামেয়ার মুহিতামিম মুখলিসুর রহমান রাজাগঞ্জী আগত মাহফিলের সফলতার জন্য সিলেটবাসীর দোয়া ও উপস্থিতি কামনা করেন। বিজ্ঞপ্তি।