শ্রীমঙ্গল সংবাদদাতা
শ্রীমঙ্গলে বসতঘর পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রবিবার ভোররাতে শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার মানিক মোদক ও বিষু ঘোষ এর বসত ঘরে অগ্নিকাÐের ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষু ঘোষ জানান, রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ বসতঘরে আগুন দেখতে পাই। ঘরের ভেতর থেকে কোন আসবাবপত্র ও টাকা-পয়সা কিছুই বের করতে পারিনি। আগুনে পুড়ে আমাদের পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার সহায়তা করেছেন।