সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এর নবীন বরণ সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ মিলনায়তনে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বিভাগে ৬৪ জন শিক্ষার্থীকে বরণ করা হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অনুষদের ডিন ড. মুক্তারুন ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান, এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও ইনফো পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক মোহাম্মদ মোরতোজা হাসান জুমের মাধ্যমে সংযুক্ত হোন।
এসময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম বলেন, কৃষি প্রকৌশল বিষয়ে দেশে ও বিদেশে চাকরির ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষার্থীদের মাদক সন্ত্রাস থেকে দূরে থেকে মনযোগ সহকারে পড়াশোনা করার প্রতি আহবান জানান তিনি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩ হাজার। গত বছরের ২৫ অক্টোবর গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।