বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের দলিল -কয়েস লোদী

1

 

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা এবং বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ২৭ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র রূপরেখা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দলিল। শুধু প্রচারপত্রটি মানুষের কাছে পৌছালে হবে না যে বিষয়গুলো প্রচার পত্রে উল্লেখ করা হয়েছে সে গুলো মানুষকে বুঝিয়ে বলতে হবে। জনসাধারণকে জানাতে হবে বিএনপির ৩১ দফা দেশকে সুরক্ষিত রাখার একটি দলিল।
সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার দক্ষিণ সুরমার ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মোল্লারগাঁও এলাকায় প্রচারপত্র বিতরণ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ প্রয়োজনীতা রয়েছে। আর এই জয়লাভের পর সবার ঐকমত্যের ৩১ দফার আলোকে রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ (৮এরপর দেখুন ২ এর পাতায়)