প্রিয় নবী আমার

16

খালেদা আক্তার অনন্যা

প্রিয় নবী!
আমার ভাবনা জুড়ে তোমার আদর্শগুলি
তোমার ছড়িয়ে দেওয়া বাণী
মম হিয়ায় ধ্বনিত হয়,হতেই থাকে
ক্ষণে ক্ষণে-প্রতি ক্ষণে।

আমি ভাবনায় ডুবে রই, মন ভিজে একাকার
আবেগের ঝড়ে উত্তাল-ভাবনার সাগর!
আমি যতই ভাবি প্রিয়তম নবীকে
ততই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ি
দু’জাহানের বাদশাহ যিনি, তাহার জীবন
তাহার চলা, আহার এতো সাধারণ!!
আমরা ক্ষুদ্র উম্মত-কি করছি?!
আমরা ভোগ বিলাসে মত্ত, মাতাল
ভুলে যাচ্ছি-নবীর কণ্ঠে ছড়িয়ে দেওয়া বাণী
রক্ত ঝরিয়েছেন কত, দাঁত মোবারক আহত হয়েছে
তবু ক্ষান্ত হননি, কি নিরলস পরিশ্রম করে গেছেন
নি:স্বার্থ, শুধু উম্মতের শান্তির চিন্তায় পেরেশান
আজ সেই উম্মত হয়ে..শুধু আফসোস
সেই উম্মত আজ-ভুলে নবীর আদর্শ
ধ্বংসের দ্বার প্রান্তে।