ছাতকে আনসার সদস্যের লাশ উদ্ধার

2

ছাতক সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার জনতা ব্যাংকে কর্মরত এবং আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ল²ণসোম গ্রামের ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পাপ্পু চন্দ্র (২৫) নামের এই আনসার সদস্য গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে। তিনি সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে জনতা ব্যাংকে আনসার ভিডিপির নিরাপত্তা সদস্য ছিলেন।
জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির বলেন, আনসার সদস্য ছাতকের জাউয়া বাজারে জনতা ব্যাংকে আনসার-ভিডিপির নিরাপত্তা সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি ল²ণসোম গ্রামে ভাড়া বাসায় থাকতেন। সোমবার রাতে তার কক্ষে দরজা বন্ধ করার পর তার কোনো সাড়া মিলছিল না। সহকর্মীরা চেষ্টা করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে রাতেই তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। বসতঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি আরো বলেন, সোমবার রাতেই আনসার সদস্যের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে।