বিশ্বম্বরপুর সংবাদদাতা
সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে নগদ একলাখ ১ হাজার টাকাসহ ২ বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার জিগাতলা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪) ও রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫)।
বিজিবি জানায়, আটককৃত দুই যুবক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল। তারা সীমান্ত পিলার ১২১০/৪-এস এর কাছের জিগাতলা এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করার সময় চিনাকান্দি বিওপির একটি টহল দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে এক লাখ ১ হাজার ১৮৭ টাকা উদ্ধার করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি তাদের নগদ টাকাসহ আটক করে। আটক দুজনকে বিশ্বম্বরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।