ছাতকে ভারতীয় ফুচকাসহ গ্রেফতার ২

114

ছাতক প্রতিনিধি

ছাতকে ভারতীয় ফুচকাসহ দুই জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে সেনা ক্যাম্পের টহল দলের সার্জেন্ট আলমগীর হোসেন ও সার্জেন্ট রেজাউলের নেতৃত্বে পৌর শহরের বাগবাড়ি পশ্চিম বাজার ফরহাদ এন্ড ব্রাদার্স এর গোডাউন থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১হাজার ৮শ’ ৪৪ কেজি ভারতীয় ফুচকা এবং ১৭ কেজি ৪০০ গ্রাম পান্তা উদ্ধার সহ ২ জন কারবারীকে যৌথ বাহিনী আটক করেন।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত দু’জনকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা পৌরসভার বাগবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল (২৮) ও একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমদ রাহেল (২৭)। গোদামে অভিযান চালিয়ে ৬১টি বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাওয়ার ফুচকা প্রতিটি প্লাস্টিকের বস্তার ভিতরে ৩০টি প্যাকেট করে এবং ১টি প্লাস্টিকের বস্তার ভিতর ১৪টি প্যাকেটসহ ১হাজার ৮শ’৪৪টি প্যাকেট জব্ধ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬লাখ ৬৫হাজার ৪শত টাকা।
এঘটনায় এস আই সৈয়দ গোলাম সরোয়ার বাদী হয়ে বুধবার সকালে গ্রেফতার দু’ব্যাক্তিসহ ৩জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো: কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।