করোনা ভাইরাসের বিস্তার রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারণের প্রতি সিলেট চেম্বারের আহবান

3

মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে ব্যবসায়ী ও সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চেম্বার সভাপতি তাহমিন আহমদ সকল দোকান-পাট; হোটেল-রেস্তোরাঁসহ জনসমাগমস্থলে ক্রেতা-বিক্রেতাগণকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক; কর্মকর্তা-কর্মচারী; ক্রেতাসাধারণ সহ সকলকে করোনার টিকা গ্রহণ, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে অবশ্যই করোনার টিকা কার্ড/সনদ সঙ্গে রাখা এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে সর্বদা মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবসায়ী ও সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছেন। সর্বোপরি তিনি কোভিড-১৯ বিস্তার রোধে সকলকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি