তাহিরপুর প্রতিনিধি
জাদুকাটা নদীতে অবৈধভাবে সেইভ মেশিন দিয়ে নদীর তীর কেটে বালু উত্তোলনের দায়ে ১৭ টি সেইভ মেশিন সহ নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাহিপুর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ সেইভ মেশিনসহ নৌকা আটক করেন। সে সময় বালু উত্তোলকারী কাউকে আটক করা সম্ভব হয় নি।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি শামস সাদাত মোহাম্মদ মাহমুদউল্লা বলেন, জাদুকাটা নদীতে অবৈধভাবে সেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় ১৭ টি সেইভ মেশিন সহ নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত সেইভ সহ নৌকা পরবর্তীতে নিলাম দেয়া হবে।