অবহিতরকণ কর্মশালায় বিডার নির্বাহী চেয়ারম্যান ॥ বিনোয়োগ প্রতিবন্ধকতা কাটাতে অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে

7
অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে প্রদত্ত সেবা সমূহ অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, দেশে সকল পর্যায়ে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার জন্যই অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীরাও সহজেই এ সার্ভিস পেতে পারেন। ইতোমধ্যে ১৯টি সরকারি বিভাগ ও সংস্থার ৫৮টি সার্ভিস অনলাইনে দেয়া হচ্ছে।
তিনি রবিবার নগরীর একটি হোটেলে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান। বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, বিডা’র সদস্য অভিজিৎ চৌধুরী, সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ, সাবেক সভাপতি এটিএম শোয়েব, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলীমুল এহসান চৌধুরী, ভেজেটেবল এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি হিজকিল গুলজার, মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দুলাল মিয়া, নারী উদ্যোক্তা সাবিলা কান্তা প্রমুখ।
বিডা’র সিলেট বিভাগীয় পরিচালক জুলিয়া যেসমিন মিলির পরিচালনায় এ কর্মশালায় প্রধান অতিথি আরও বলেন, অভিষ্ট লক্ষ্য অর্জনের লক্ষে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দেশি-বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে সহজতর পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি