বিশ্বনাথে মাদকসহ যুবক গ্রেপ্তার

4

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে মাদকসহ জাহাঙ্গীর আহমেদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার অলংকারী-পৌদনাপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
রবিবার (২২ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্বনাথ পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও কাগজে মোড়ানো ২শ ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। এ ঘটনায় ওই রাতেই পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা (নাম্বার ১০) দায়ের করে।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভ‚ইঁয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি নিজে থেকেই তার জ্যাকেটের পকেটে থাকা ইয়াবা ও গাঁজা বের করে দেন। সোমবার (২৩ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।