লুট হওয়া দেড় হাজার অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি

5

স্টাফ রিপোর্টার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্টে সারা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে। এখন পর্যন্ত দেড় হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন। তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সকল নাগরিকের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। এছাড়াও দেশব্যাপী বিভিন্ন মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা নিরীহ যাদের আসামী করেছে তাদের গ্রেফতার করা হবে না জানিয়ে তিনি বলেন, হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।
শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টাসের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের সকল ইউনিটের কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
তিনি বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত সময়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।
গত ১৫ বছরে এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। পুলিশ যেন আর রাজনৈতিক কুপ্রভাবে প্রভাবিত না হয় সে জন্য পুলিশ রির্ফম বিষয়ে কাজ করছে সংস্কার কমিশন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সাংবাদিক তুরাব পেশাগত দায়িত্ব পালনে আমাদেরই গুলিতে মারা গেছেন। তুরাবের মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। তাকে তো আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সুবিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চটুকু করবে। এসময় তুরাব হত্যাকান্ডের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মহানগর পুলিশের কমিশনারকে অনুরোধ করেন আইজিপি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে অংশ নেন।