শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মহড়া, সংঘর্ষের আশংকা

31

01স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র“প মুখোমুখি অবস্থান নিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের পার্থ-ইমরান-আকঞ্জী গ্র“প এবং উত্তম-অঞ্জন গ্র“পের নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। এ নিয়ে যেকোনো সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে। তবে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়- গতকাল রবিবার দুপুর ২টার দিকে শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সাধারণ সম্পাদক ইমরান খান, সহ-সভাপতি আবু সাহিদ আকঞ্জী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজসহ ৪০/৫০ জন নেতাকর্মী ক্যাম্পাসে মহড়া দেয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এমদাদুল হকের অফিসে প্রবেশ করে। এদিকে, ছাত্রলীগ নেতা উত্তম-অঞ্জন গ্র“পের নেতাকর্মীরাও বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে অবস্থান নিয়েছে। এ প্রেক্ষিতে যেকোনো সময় সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।