মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে হবে

0

২৯শে মার্চ ১৯৭১ সালে সিলেটে অংশ গ্রহণকারী প্রথম প্রতিরোধ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে ও মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) মাছিমপুরস্থ সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ অনুশীলনের নির্বাহী পরিচালক সাংবাদিক আল আজাদ। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এম শফিকুর রহমান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মনোজ কাপালি মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, সিলেট মুক্তিযোদ্ধা পাঠাগারের সভাপতি শেখ নুরুল ইসলাম, সিলেট মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল, দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা কচির মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো: আতাউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি গোলাম দস্তগীর খান শামীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সদস্য ডিপজল পার্থ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে হবে। মুক্তিযুদ্ধ হচ্ছে বাঙালি জাতির শোষণের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার যুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা হলো একটি জাতির স্বপ্নের নাম। যে স্বপ্ন জাতিকে অনুপ্রাণিত করেছে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায়। যে চেতনা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল একটি গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠায়। বক্তারা আরো বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা বা অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদের বুকের তাজা রক্ত, লাখ লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে একাত্তরের ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। বিজ্ঞপ্তি