সাহিত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে হবে ————- অধ্যক্ষ মাসউদ খান

12
বিশিষ্ট শিক্ষাবিদ গল্পকার রওশন আরা কামাল-এর ‘ছদ্মবেশী সেবিকাযোদ্ধা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য এদেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে জানতে হবে। সাহিত্যকর্মের মাধ্যমে, গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে হবে।
পা-ুলিপি প্রকাশন সিলেট-এর উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ গল্পকার রওশনআরা কামাল-এর ‘ছদ্মবেশী সেবিকাযোদ্ধা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কবি লাভলী চৌধুরীর সভাপতিত্বে গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক উত্তরপূর্ব সম্পাদক আজিজ আহমদ সেলিম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন।
সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল লিয়াকত শাহ ফরীদি, কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন, কবি খালেদ উদ দীন ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এম এ মুনিম। মো. ফরহাদ হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী এবং অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন পা-ুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল। বিজ্ঞপ্তি