ছাতকের সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

52

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের সুরমা নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত গানের মতোই প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকাগুলো নদীতে ঝিলমিল করছিল। নৌকা বাইচ উপভোগ করতে সুরামা নদীর দু’পারে হাজার-হাজার উৎসুক জনতা জড়ো হয়েছিল। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুরমা নদীর মুক্তিরগাঁও এলাকা থেকে শহরের বৌলা পর্যন্ত ক্রমান্নয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার নৌকা অংশ নেয়। সু-সজ্জিত নৌকার সাথে মাঝি-মাল্ল¬ারাও রং-বেরংয়ের পোষাক পড়ে নৌকা বাইচকে করে তুলে আরো আকর্ষণীয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বাইচকে কেন্দ্র করে সুরমা নদীতে চলছিল প্রমোদপ্রেমী হাজারো জনতার উৎসব। নৌকা বাইছ উদযাপন কমিটির উদোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, নওশাদ মিয়া, মখলিছুর রহমান মুকুল, ছালেক মিয়া, আশিক মিয়া, লালু মিয়া, সুমন মিয়া, ফরিদ মিয়া, ছায়েদ মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় ১ম স্থান সিলেটের কানাইঘাট, ২য় স্থান গোলাপগঞ্জ ও ৩য় স্থান অধিকার করে ছাতক উপজেলার নোয়রাই ইউনিয়নের লক্ষ্মীবাউর। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।