বছরের শুরুতেই ইসরায়েলে রকেট হামলা হামাসের

3

কাজির বাজার ডেস্ক

২০২৪ সালের শুরুতেই ইসরায়েলি বিভিন্ন শহর লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার (১ জানুয়ারি) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও আল জাজিরা তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তেল আবিবের দিকে ২০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়। এসময় ইসরাইলের বিভিন্ন শহরে সতর্ক সংকেত (সাইরেন) বাজানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে হামাসের ছোড়া একটি রকেটের টুকরো ইসরায়েলের স্থানীয় এক হাসপাতালে গিয়ে পড়লেও, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
হামলার দায় স্বীকার করে হামাস জানায়, গাজায় চালানো গণহত্যার জবাব দিতেই এ পদক্ষেপ তাদের। গতকালই উপত্যকার মধ্যাঞ্চলে আগ্রাসনের মাত্রা জোরদার করেছে ইসরায়েলি সেনারা।