সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা ও গ্রেফতার নেই

2

 

স্টাফ রিপোর্টার

নগরীর সারদা হলে নাট্যকর্মীদের মারধর ও ইটপাটকেল নিক্ষেপ’র ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া কাউকে আটকও করা হয়নি এ ঘটনায়। বিষয়টি শুক্রবার বিকেল ৪টার দিকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মহানগরীর কিনব্রিজ এলাকা সংলগ্ন সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে সংস্কৃতিকর্মীদের অভিযোগ। আহতদের মধ্যে রয়েছেন- লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল, নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল, চয়ন পাল শান্ত, নাট্যকার বিভাস শ্যাম যাদন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের ছেলে লামানুজ গুপ্ত। খবর পেয়ে সিলেটের সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ছয়টার দিকে নাট্যকর্মীরা মহানগরী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা দোষী ব্যক্তিদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানান।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গতকাল বিকেলে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করেনি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।