প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে : সিসিক মেয়র

15

 

প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইনে ইউনিসেফ ও শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মশালায় উপস্থিত শিশুদের ধন্যবাদ জানিয়ে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, ‘ইউনিসেফ ও বিডিনিউজ-এর এই উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত। অনেকেই পড়াশোনা করেও সাংবাদিক হতে পারে না। তোমরা সাংবাদিকতায় না পড়েও এ সুযোগ পেয়েছ; তাই এই আয়োজনকে সাধুবাদ জানাই।’’
নিজস্ব মেধা ও যোগ্যতা থাকলে নিজেকে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায় দাবি করে মেয়র বলেন, তাই তোমাদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। তোমরাও নিজেদের সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারবে। সিলেটে মেয়ে সাংবাদিকের সংখ্যা কম। কিন্তু আমরা চাই ছেলেদের সংখ্যা যত হবে মেয়েদের সংখ্যাও তত হোক। আমি মেয়র হিসেবে তোমাদের যেকোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি ও সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চাই এই কর্মশালা থেকে আগামী দিনে ৮০ ভাগই বড় সাংবাদিক হয়ে গড়ে উঠবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী। এই কর্মশালায় সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ জন শিশু অংশ নিয়েছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল।
হ্যালোর জেলা তত্ত¡াবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র’র সভাপতিত্বে ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো. নোমান মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আজকের পত্রিকার প্রত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াহ্ইয়া মারুফ, সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সাংবাদিক মৃণাল কান্তি দাশ, ফটোসাংবাদিক শংকর দাশ, শিক্ষক সঞ্জয় দাশ, শিক্ষক গোলাম রব্বানী, ফটোসাংবাদিক রুহিন আহমেদ, পল্লব ভাট্টাচার্য্য, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক শিশু সাংবাদিক তামিম আহমেদ, মিহির এবং বর্তমান শিশু সাংবাদিক ছামি ও সিয়াম প্রমুখ। বিজ্ঞপ্তি