জৈন্তাপুরে ভারতীয় ৪০ বস্তা চিনিসহ চোরাকারবারী আটক

3

 

জৈন্তাপুর সংবাদদাতা

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪০ বস্তা চিনি, নাম্বারবিহীন ডি আই পিকআপ গাড়িসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আসকর আলী (৩২)।
পুলিশ জানায়, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার নিজপাট ইউনিয়নের সিলেট তামাবিল মহাসড়কে অভিযান চালায় তারা। এসময় জৈন্তাপুর বাজার যাত্রী ছাউনির সামনে ১টি পিকআপ গাড়ী তল্লাশি করে চোরাইপথে আসা ভারতীয় ৪০ বস্তা চিনি ও চোরাই কাজে ব্যবহৃত নাম্বার বিহিন পিকআপ গাড়িসহ ১ চোরাকারবারিকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে জৈন্তাপুর মড়েল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সম্প্রতি জৈন্তাপুরের বিভিন্ন সীমান্তে চোরাকারবারীরা আইনশৃঙ্খলা বাহীনির চোঁখ ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য প্রবেশ করার চেষ্টা করছে। এ ব্যপারে পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে জৈন্তাপুর থানায় চোরাচালান আইনে মামলা দায়ের পূর্বেক আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।