বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা আজ

10

আজ শনিবার বিশ্ব মেট্রোলজি দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিএসটিআই’র উদ্যোগে প্রতি বছরের মত এবারও দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ আয়োজনে আজ শনিবার সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট মেট্রোপলিটন পুলিমের পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম-(বার), পিপিএম, সিলেট ক্যাব’র সভাপতি মোঃ জামিল চৌধুরী এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহম্মদ। সভায় স্বাগত বক্তব্য পেশ করবেন সিলেট বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোঃ লুৎফর রহমান। বিজ্ঞপ্তি